প্রকাশিত: Thu, Dec 1, 2022 6:32 PM
আপডেট: Wed, May 7, 2025 9:38 PM

ঋণের সুদ হারের সীমা তুলে দেওয়া সম্ভব নয় : গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, এই মুহূর্তে ঋণের সুদ হারের সীমা তুলে দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে তখন তুলে দেওয়া যাবে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গভর্নর বলেন, মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। তবে মেয়াদি ঋণসহ অন্যান্য ঋণের সুদের হারের সীমা এই মুহূর্তে তুলে দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে ভালো সময় এলে তখন তুলে দেওয়া যাবে। 

তিনি বলেন, দেশে যে মূল্যস্ফীতি হয়েছে তা মানি সাপ্লাইয়ের জন্য হয়নি। এটা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে। কেননা আমরা অনেক পণ্যই আমদানি নির্ভর। বলা হয়েছে ঋণপ্রবাহ কেন বাড়ছে? এর কারণ হলো আমদানি পণ্যের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় এই ব্যয় মেটাতে ঋণ নিতে হচ্ছে। আমরা আমদানি নিয়ন্ত্রণ করছি। তবে আন্ডার ইনভয়েস ও অভার ইনভয়েসের মাধ্যমে মুদ্রা পাচার বন্ধে এলসিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া ৩৫টির মতো বিলাসী পণ্য আমদানি কমাতে কর আরোপ করা হয়েছে। 

তিনি আরও বলেন, রেমিট্যান্স কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হুন্ডি। ডলারের দাম যাই ধরা হোক হুন্ডিওয়ালারা সবসময় ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে দেবে। এজন্য হুন্ডি নিয়ন্ত্রণ ও রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা হচ্ছে। মোবাইল ফাইন্যান্সিংয়ে এখন রেমিট্যান্স পাঠানো যাবে।